ঢাকাSaturday , 9 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সোহান হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

প্রতিবেদক
-
November 9, 2024 3:32 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরের চাঞ্চল্যকর মোজাহিদ ইসলাম সোহান হত্যা মামলার প্রধান আসামিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-১৪ সিপিএসসি, ময়মনসিংহের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার তিনজন হলেন, মামলার প্রধান আসামি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে দিদার আলী (২৭), মফিজ উদ্দিনের ছেলে জাহিদ (২১) ও মৃত সাহাব উদ্দিনের ছেলে বাবলু মিয়া (২৪)।

র‍্যাব সুত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউর কাপন গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মোজাহিদ ইসলাম সোহান ছিলেন সৌদি প্রবাসী। ঘটনার কিছুদিন আগে দেশে আসেন তিনি। দেশে আসার পর মাদক ব্যবসা ও মাদক সেবনে প্রতিবাদ করায় আসামিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। 

ঘটনার দিন চলতি বছরের ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোজাহিদ ইসলাম সোহানকে ইনাতগঞ্জ পূর্ব বাজারে দেখতে পেয়ে আসামীরা অতর্কিত আক্রমণ করে। প্রাণ রক্ষার্থে তিনি দৌড়ে জনৈক আজিম উদ্দিনের দোকানের সামনে চলে যান। সেখানে আসামিরা তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার পিতা সিরাজ উদ্দিন (৫০) ও আরো কয়েকজন এগিয়ে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এবং তাদের আত্মীয় স্বজন গিয়ে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মোজাহিদ ইসলাম সোহানকে মৃত ঘোষণা করেন এবং অন্য জখমীদের চিকিৎসা প্রদান করেন। 

এ ঘটনায় নিহতের পিতা সিরাজ উদ্দিন বাদী হয়ে গত ২ নভেম্বর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার তিনজনকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন