নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বায়তুল হুদা মাদ্রাসার হিফজুল কুরআনের সবক প্রদান ও শিশু শিক্ষা প্রদর্শনী উপলক্ষে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইলের জামিয়া খামারিয়া মাদ্রাসার প্রধান মুফতি শায়খুল হাদিস মাওলানা আবুল হাসিম।
বিশেষ অতিথি ছিলেন সিংরইল দারগাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোমতাজ উদ্দিন, দিলালপুর দারুল উলুম মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আলী আহমাদ ও সিংরইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসাইন রিয়াজী।
সবক প্রদান করেন শায়খুল হাদিস মুফতি আবুল হাসিম। এ সময় বায়তুল হুদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম হাফেজ মুহাম্মদ রাকিবুল হাসান গাজী, নূরানি শিক্ষক হাফেজ সাঈম, জাকির হোসাইন মাষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ আবুল ইসলাম।