ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে কমরভোগ-মণ্ডলভোগ রাস্তার বেহাল দশা

প্রতিবেদক
-
আগস্ট ১১, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কমরভোগ-মণ্ডলভোগ রাস্তাটি প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটিতে রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই হাটু পরিমাণ কাদা জমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কমরভোগ থেকে শুরু করে মুমুরদিয়া হয়ে মণ্ডলভোগ পর্যন্ত রাস্তাটি প্রায় ছয় কিলোমিটার। এলাকাবাসী জানান, তিন বছর আগেও এ রাস্তা দিয়ে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ছিল। কিছুদিন আগে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এলজিইডির মাধ্যমে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করলেও রহস্যজনক কারণে কাজটি বন্ধ হয়ে যায়। এই ছয় কিলোমিটার রাস্তার মধ্যে রয়েছে দুটি সেতু। সেতুগুলোর অবস্থাও খুবই করুণ বলে এলাকাবাসী জানিয়েছেন। এলাকার আলাউদ্দিন মিয়াসহ গ্রামবাসী অনেকেই জানান, একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটিতে ভেকু দিয়ে মাটি উঠিয়ে এমন করুণ দশা করেছে। তারা কাজটি শুরু করেও অজ্ঞাত কারণে বন্ধ করে দেয়। একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাত্র দুই মাস হলো তিনি এখানে যোগদান করেছেন। এ রাস্তার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

আপনার মন্তব্য করুন