নিউজ একুশে ডেস্ক: কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। সভায় পুলিশ সুপার বলেন, দেশের যে কোনো সংকটময় সময়ে পুলিশ সদস্যরা সাহসের সঙ্গে কাজ করেছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে জীবনবাজী রেখে কাজ করে যাবে। কক্সবাজার জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি পুলিশ সদস্য যথাযথভাবে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে কারো গাফিলতি পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি।
এ সময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা, এপিবিএন এর প্রতিনিধি, ৯টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স বিবেচনায় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।