অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলম শাহ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। গ্রেফতার আলম শাহ কটিয়াদী উপজেলার পূর্ব সহশ্রাম গ্রামের মৃত অনু শাহ এর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব সহশ্রাম গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলম শাহকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কটিয়াদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন