নিউজ একুশে ডেস্ক: “ট্রাফিক আইন মেনে চলি, যানজট মুক্ত শহর গড়ি” এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি বলেন, জনসাধারণকে সচেতন এবং সম্পৃক্ত করার মাধ্যমে ট্রাফিক শৃঙ্খলার উন্নয়ন সম্ভব। যান চলাচলকে স্বাভাবিক রাখার জন্য পুলিশ রাত–দিন পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শহরের সবচেয়ে বড় এই সমস্যা সমাধানে একদিকে দরকার সমন্বিত পরিকল্পনা, কার্যকরী উদ্যোগ ও অন্যদিকে নগরবাসীর অকুণ্ঠ সহযোগিতা, সচেতনতা ও সতর্কতা।
তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যে সময় রাস্তায় পুলিশের উপস্থিতি ছিলনা, সে সময় স্কুল–কলেজের ছাত্র–ছাত্রী, স্কাউটস ও বিএনসিসিসহ বিভিন্ন সামাজিক সংগঠন সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করেছে। তাদের এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি জানান, ময়মনসিংহ নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এ সময় ট্রাফিক কাজে যুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ্যে পোশাক, ছাতা ও নানা ধরণের সরঞ্জাম বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এম. এম মোহাইমেনুর রশীদ পিপিএম-সেবা, ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ছাত্র সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।