ঢাকাবৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙার প্রতিবাদে কটিয়াদীতে আওয়ামী লীগের মানববন্ধন

প্রতিবেদক
-
আগস্ট ১২, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগের দুই বারের সাবেক সাধারণ সম্পাদক প্রাক্তন জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ভৈরবকিশোরগঞ্জ মহা সড়কের কটিয়াদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্বদেন উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র কটিয়াদী কলেজের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভূঞা।

পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তোফার সভাপতিত্বে সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সোহরাব উদ্দিন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির, মসূয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রুমী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটো, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন বাদশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এনামুল হক বাবু, কটিয়াদী কলেজের সাবেক এজিএস রুহুল আমিন রেনু প্রমুখ।

মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আজও সোচ্চার। এখনই তাদেরকে প্রতিহত করতে হবে। সৈয়দ আশরাফুল ইসলামের মত একজন ক্লিন ইমেজের জাতীয় নেতার ম্যূরাল ভাঙার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আপনার মন্তব্য করুন