পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে গাজীপুর যাওয়ার পথে গাজীপুর-কিশোরগঞ্জ সড়কে পাকুন্দিয়ার বাহাদিয়া বাজারের একটি চায়ের দোকানের সামনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী ও চালক আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।
পাকুন্দিয়া থানার উপ–পরিদর্শক আশরাফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।