নিউজ একুশে ডেস্ক: কক্সবাজার সদর থানা পুলিশ আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে অভিযানটি চালানো হয়।
গ্রেফতার দুজন হলেন কক্সবাজার জেলার মহেশখালী থানার উত্তর ঘোনাপাড়া (ঘোরকঘাটা জকরিয়া সওদাগরের বাড়ি) গ্রামের জকরিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও একই উপজেলার ছোট মহেশখালী গ্রামের আবুল কালামের ছেলে আরমান হোসেন (৩৪)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশিয় এলজি, দুটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ইয়ামাহা আর ১৫ মোটরসাইকেল।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার মডেল থানার সুগন্ধা বিচ সংলগ্ন ঝাউবাগানে অভিযান চালায়। এ সময় আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।