নিউজ একুশে ডেস্ক: কক্সবাজারে দেশিয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডের ঈদগাহ সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার পাঁচজন হলেন কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ার আলী হোসেনের ছেলে সাহেদ হোসেন (১৮), একই এলাকার নূর নবীর ছেলে রহিম (১৯) ও মোক্তার আহমদের ছেলে রাকিব (১৯), ৭ নং ওয়ার্ডের হাসপাড়া এলাকার নূর নবীর ছেলে শহীদ হোসাইন (২৫) ও ৪ নং ওয়ার্ডের কুতুবজোম চরপাড়া এলাকার নবাব সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রহিম (১৬)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন সাইজের চারটি ধারারো ছোরা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এসআই সৌরভ বড়ুয়ার নেতৃত্বে শহর পুলিশ ফাঁড়ির একটি দল রাত্রিকালীন ডিউটি করার সময় দেশিয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করে।