ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সিএমপিতে “ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার” বিষয়ক সেমিনার

প্রতিবেদক
-
ডিসেম্বর ৪, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনেছিন্নমূল শিশু কিশোর অপরাধ প্রতিরোধ প্রতিকারবিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত মেট্রোপলিটন শুটিং ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।

সেমিনারে সিএমপি কমিশনার ছিন্নমূল শিশু-কিশোর অপরাধীদের সম্ভাব্য অপরাধী (Potential criminal) না ভেবে কীভাবে সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে সমাজসেবা অধিদপ্তর, এনজিও, সামাজিক সংগঠন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া পুলিশ অফিসারদের কাজ করার আহ্বান জানান।

শিশুকিশোরদের পরিবার সমাজ থেকে বিছিন্ন করে দেয়, এমন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়ে ইউনিসেফ চট্টগ্রাম বিভাগীয় প্রধান মাধুরী ব্যানার্জ বলেন, অন্যথায় ছিন্নমূল শিশুকিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে

অনুষ্ঠানে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নাজিবুল ইসলাম, ইউনিসেফ ফিল্ড অফিসের প্রধান মাধুরী ব্যানার্জী, বিভিন্ন এনজিও, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন