হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ফরিদ–আল–সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনিরুল হক রাজন, শফিকুল ইসলাম কাঞ্চন, পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, জেলা কৃষকদলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, পৌসভার সাবেক মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, মো. শফিকুল ইসলাম হিমেল, হাফেজ কারিমুল্লাহ, মোস্তাক আহমেদ রাব্বি প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।