নিউজ একুশে ডেস্ক: কক্সবাজারের টেকনাফে দুই অপহৃতকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভাস্থ শাপলাচত্বর এলাকার ট্রাফিক বক্সের সামনে অভিযান চালায় পুলিশ।
গ্রেফতার দুজন হলেন কক্সবাজার জেলার রামু থানার রসিদ নগর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২০) ও একই গ্রামের সালেহ আহমদের ছেলে হাসান (২৫)।
পুলিশ জানায়, টেকনাফ পৌরসভার শাপলাচত্বর ট্রাফিক বক্স এলাকায় দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে দুই অপহরণকারীকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে দুজনকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিরা হলেন বগুড়া জেলা সদরের মালগ্রাম গ্রামের (বর্তমানে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী বউবাজার এলাকার বাসিন্দা) সামসুর ছেলে মিশুকচালক মো. আকাশ (২০) ও পাহাড়তলী বউবাজার এলাকার হাসিমের ছেলে মিশুকচালকের হেলপার রহমত উল্লাহ (১৮)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম দুজন জানান, কক্সবাজার পাহাড়তলী এলাকা থেকে আসামিরা দুজনকে সাবরাং নয়াপাড়া এলাকার একটি বন্দিশালায় আটকে রেখে মালয়েশিয়ায় পাচার করতে চেয়েছিল।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।