নিউজ একুশে ডেস্ক: রাজশাহী মহানগরীতে উদ্ধার করা ২০ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরে উদ্ধার করা মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত থেকে নভেম্বর মাসের উদ্ধারকৃত ২০ টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যায়। এ সংক্রান্ত থানায় হারানো জিডি এন্ট্রি হয়। পরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
দ্রুততম সময়ের মধ্যে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকরা খুবই আনন্দিত এবং আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আপনার মন্তব্য করুন