নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে কুকুরের কামড়ে জয় (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় ছোটবিল হাওরে।
নিহত জয় নিকলী সদর ইউনিয়নের কুর্শা নয়াহাটি গ্রামের মৃত জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে অভাব অনটনের কারণে পড়ালেখা বাদ দিয়ে রুবেল মিয়ার হাঁসের খামারে কাজ নেয় জয়। জয়ের মা অন্যের বাড়িতে কাজ করে তাদের ভরণ পোষণ করেন।
প্রতিদিনের মত শুক্রবার ভোরে হাঁসের খামারে কাজ করতে যায় জয়। বেলা সাড়ে ১২ টার দিকে সংঘবদ্ধ একদল পাগলা কুকুর জয়কে আক্রমণ করে। চিৎকার শুনে পাশের খামারের মোরসালিন ও রোকন তাকে উদ্ধার করতে গেলে কুকুর তাদেরকেও আক্রমন করে। খবর পেয়ে বাড়ি থেকে লোকজন গিয়ে জয়কে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি মেম্বার মোহন মিয়া বলেন, সবাই মিলে পাগলা কুকরগুলোকে আটকানোর চেষ্টা করছি।
নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান, এ ঘটনায় নিকলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।