পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুর থেকে জয়নাল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এগারসিন্দুর এলাকার তাজুল ইসলামের একটি মজা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জয়নাল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বীর উজলি গ্রামের ইমান আলীর ছেলে।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে শনিবার দুপুর ১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জয়নাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আপনার মন্তব্য করুন