হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তায়িবুর রহমান (৩২) নামে এক বালু ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে সাহেবেরচর গ্রামের ভাটিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ভাটিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে সংঘবদ্ধ একটি চক্র। খবর পেয়ে বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ব্যবসায়ী তায়িবুর রহমানকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর (১৫)১ ধারায় তাকে ৫০ হাজার জরিমানা অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।