ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে গণমিছিল

প্রতিবেদক
-
December 9, 2024 5:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এলংজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আকন্দের মুক্তির দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইটনা উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণমিছিলের আয়োজন করেন।

কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিল শেষে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এরশাদ উদ্দিন মল্লিক, ইটনা উপজেলা বিএনপি নেতা গোলাম রহমান, সিরাজুল ইসলাম, ইটনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম, যুবদলের আহ্বায়ক আবেদ খান প্রমুখ। 

তাদের অভিযোগ ফজলুর রহমানের মদদেই আতাউর রহমান আকন্দকে গ্রেফতার করা হয়েছে। আতাউর রহমান আকন্দকে একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা হিসেবে উল্লেখ করে তারা বলেন, দলীয় গ্রুপিংয়ের কারণে মিথ্যা ষড়যন্ত্রমূলক আইসিটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আতাউরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মামলার তথ্যে জানা গেছে, রানা চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার ও মানহানিকর বিষয় প্রচার করতো। এ বিষয় ইটনার জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইটনা উপজেলা বিএনপির সহ সভাপতি মনির উদ্দীন বাদী হয়ে গত ৩ ডিসেম্বর ইটনা থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেন।  মামলায় আতাউর রহমান আকন্দকে ইটনা থানা পুলিশ গ্রেফতার করে।

আপনার মন্তব্য করুন