হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বয়স্ক ও বিধবা ভাতার কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়েবা পারভেজের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা বেগম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম হিমেল, পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, মো. কাজল মিয়া, আসাদুল ইসলাম প্রমুখ।
২০২১-২০২২ অর্থ বছরের বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা কার্যক্রমের আওতায় ভাতা পেতে আগ্রহী ব্যক্তিদের ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে সভায় অনুরোধ জানানো হয়।