ঢাকাTuesday , 10 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

প্রতিবেদক
-
December 10, 2024 9:54 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: পুলিশের ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রিসোর্টে মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ডক্টর মো. আশরাফুর রহমান। 

সভায় রেঞ্জের বিভিন্ন ধরণের অপরাধ পর্যালোচনা এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি। বিশেষ করে নারী শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদকের মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি, বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং, রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট ত্বরান্বিত করার নির্দেশনা দেন। মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধির জন্যও নির্দেশ প্রদান করেন তিনি। সময় ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণে ছাত্রজনতা স্থানীয় অংশীজনদের সহোযোগিতা নিয়ে আরও তৎপর হওয়া এবং আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস মহান বিজয় দিবসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।  

ময়মনসিংহের রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএমসেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্) মো. শরিফুর রহমান বিপিএম, ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ সুপার (অপারেশনস্) মো. জহিরুল ইসলাম বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ সুপার (প্রশাসন অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট) মো. ফয়েজ আহমেদ পিপিএম, নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমসেবা, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্) মো. মেজবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসানসহ জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন

এ সময় অভিন্ন মানদণ্ডের আলোকে নভেম্বর-২০২৪ মাসের কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য চারজনকে পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি। তারা হলেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান, শ্রেষ্ঠ এসআই হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছা থানার এসআই (নি.) মো. আব্দুল রাজ্জাক, শ্রেষ্ঠ এএসআই হিসেবে ভালুকা মডেল থানার এএসআই (নি.) মো. শাহ আলম ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নেত্রকোণার কলমাকান্দা থানার এএসআই (নি.) মামুন ইবনে হেলাল।

আপনার মন্তব্য করুন