নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে গাঁজাসহ হযরত আলী (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত পৌনে ১০ টার দিকে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার একটি হোটেলের সামনে অভিযানটি চালায় ডিবির একটি দল।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মকবুল হোসেনের নেতৃত্বে ডিবির দলটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের জালুয়াপাড়া এলাকার একটি খাবার হোটেলের সামনে অভিযান চালায়।
এ সময় আধা কেজি গাঁজাসহ হযরত আলীকে গ্রেফতার করে। তিনি পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন