পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া, কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এসবের উদ্বোধন করেন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠখোলা বাজারে এক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ।
যুবলীগ নেতা এনামুল হক রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান বাবু, আসাদুজ্জামান ডিলার, ঠিকাদার বাদলুর রহমান প্রমুখ।
পাকুন্দিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ন উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রসস্থকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় পাকুন্দিয়া জিসি টু মঠখোলা জিসি ১১ কিলোমিটার রাস্তার পুনর্বাসন কাজ ও বৃহত্তর ময়মনসিংহ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাহাদিয়া থেকে মিরারটেক পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজ ও জামালপুর হতে চামরাইদ পর্যন্ত ১১শ মিটার রাস্তার উন্নয়ন কাজ সমাপ্ত হওয়ায় উদ্বোধন করা হয়।