নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার দুজন হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে নূর মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকসিনা গ্রামের মৃত মুন্সী মিয়ার ছেলে আবুল হোসেন (৪০)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরব উপজেলার ভৈরবপুর মধ্যপাড়া নাটালের মোড়ে আড়াই বেপারির বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, এ ঘটনায় ভৈরব থানায় মামলা দিয়ে গ্রেফতার দুজনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন