নিজস্ব প্রতিবেদক: ছিনতাই করার সময় হাতেনাতে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদরের।
শুক্রবার সকাল ৮টার দিকে ভৈরব উপজেলার নাটালের মোড়ে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, ছিনতাই করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় হাতেনাতে হৃদয় চৌধুরী (৩০) নামে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ধারালো ছোরা। তিনি ভৈরবপুর (ভৈরবপুর মডেল স্কুলের সাথে সাবের হুজুরের বাড়ি) এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর হয়েছে।
আপনার মন্তব্য করুন