ঢাকাSaturday , 14 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
-
December 14, 2024 11:40 am
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)  সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে অষ্টগ্রামের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

নিহত দুজন হলেন অষ্টগ্রাম উপজেলার কাগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

দেওঘর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মো. মহি উদ্দিন জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসে। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। পরে তাদেরকে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা গিয়ে তাদেরকে  পিটিয়ে মেরে ফেলে।

অষ্টগ্রাম থানার ওসি আরো জানান, নিহত দুজন চিহ্নিত চোর। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন