নিউজ একুশে ডেস্ক: ময়মনসিংহের ভালুকা থেকে ২১৩ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সকাল সোয়া ৭টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার দুজন হলেন রাজশাহী জেলার মোহনপুর থানার বকশিমইল গ্রামের আক্কাস আলীর ছেলে হাবিব আহম্মেদ (২৬) ও ময়মনসিংহের ত্রিশাল থানার মকসপুর গ্রামের রফিজ উদ্দিনের মেয়ে রুমা (৩৫)।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি ভালুকা থানাধীন ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিশিন্দা গ্রামের বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে অভিযান চালায়। এ সময় ২১৩ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেফতার করে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা বলে র্যাব জানায়।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা দিয়ে গ্রেফতার দুজনকে আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে।