ঢাকাMonday , 16 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ৫

প্রতিবেদক
-
December 16, 2024 11:50 am
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ)  সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকাসিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সিএনজি অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪), একই গ্রামের যাত্রী রাজন মিয়া (২২), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের দুদু মিয়ার দুই মেয়ে সফুরা বেগম (৬৫) ও হালিমা  খাতুন (৭০) । পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ চারজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আরেক নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার মরদেহ ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছেসকালে ঢাকা থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবে যাবার সময় ব্রহ্মপুত্র সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাতে থাকা ৪জন যাত্রী চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, দুটি কাভার্ডভ্যান আটক করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

আপনার মন্তব্য করুন