বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর, নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
আপনার মন্তব্য করুন