নিউজ একুশে ডেস্ক: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ । এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা উদ্ধার করেছে ২৪ টি ও হাতিরঝিল থানা উদ্ধার করেছে ২৯ টি।
ডিএমপি সূত্রে জানানো হয়, সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত কয়েকদিনে মোবাইল ফোনসেটগুলো উদ্ধার করে।
শনিবার (২১ ডিসেম্বর) তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া এর উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোনসেটগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা। তারা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য করুন