ঢাকাFriday , 13 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ১৫০ দুস্থ মানুষের মাঝে বসুন্ধরার ত্রাণসামগ্রি বিতরণ

প্রতিবেদক
-
August 13, 2021 1:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার দিনমজুর ওসমানের বেকার সময় কাটছে বেশ কিছুদিন ধরে । সংসারে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন তিনি। শুক্রবার সকালে বসুন্ধরার ত্রাণসামগ্রি পেয়ে আনন্দে আত্মহারা ওসমান বলেন, বসুন্ধরাই দিছে বড় প্যাকেট। এত জিনিস আর কেউ দেয়নি।

তার মত তারাপাশা এলাকার গৃহকর্মী আকলিমা আক্তারসহ সকলেই বসুন্ধরার ত্রাণসামগ্রি পেয়ে খুশি। একবেলা বা দুবেলা খেয়ে কোন রকমে দিন কাটছে তাদের অনেকের। এ অবস্থায় বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রি তাদের আশার আলো দেখিয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে বেশ কিছুদিন পেট ভরে খেতে পারবেন বলে তারা জানান।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেকার শ্রমিক, দিনমজুর, গৃহকর্মীসহ ১৫০ জন দুস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে বসুন্ধরা গ্রুপ। প্রত্যেককে ১০ কেজি মিনিকেট চাল, এক লিটার সয়াবিন তেল, দুই কেজি বসুন্ধরা আটা, এক কেজি লবণ, এক কেজি ডাল, ৫০ গ্রাম করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুড়া ও চারটি মাস্ক দেওয়া হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রীজ লিমিটেড এর আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মুকিতুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী সৈয়দুজ্জামান আঞ্জু, জলধর সাহা, বিশ্বজিৎ দাস, অর্জুন সাহা, স্বপন কুমার কৈরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন