ঢাকাSaturday , 21 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সহ সাধারণ সম্পাদক পদে ইমদাদ ও সামিউল বিজয়ী

প্রতিবেদক
-
December 21, 2024 10:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে এ. এফ. এম. ইমদাদ উল্লাহ ১৬১ ভোট ও সামিউল হক মোল্লা ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আরেক প্রার্থী ডক্টর এম. এম. আনোয়ারুল হক পেয়েছেন ৬০ ভোট। মোট কাস্টিং হয় ১৯৭ ভোট।

পদাধিকার বলে লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান। লাইব্রেরির অন্যপদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহ সভাপতি ডাক্তার মো. আব্দুল হাই ও মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক পদে মু. আ. লতিফ, কোষাধ্যক্ষ পদে মো. এনামুল হক কামরুল, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বপন কুমার বর্মণ, দপ্তর সম্পাদক পদে রুহুল আমিন, সংরক্ষিত মহিলা সদস্যের দুটি পদে আছিয়া খাতুন ও লুৎফুন্নেছা এবং চারটি সদস্য পদে নিজাম উদ্দিন শাহীন, জিয়াউর রহমান, এস. এম. জিয়াউর রহমান ও মোবারক হোসেন।

তিন সদস্যের পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনা করেন। তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নজরুল ইসলাম, মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল ও এডভোকেট হামিদা বেগম।

আপনার মন্তব্য করুন