নিউজ একুশে ডেস্ক: সিলেটে পুলিশ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।
শনিবার এসএমপি হেডকোয়ার্টার্স হলরুমে সিলেট বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা এবং সিলেট জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে সিলেট বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের মহা পরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) একেএম শহিদুর রহমান পিপিএম, এনডিসি, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা, সিলেট আরআরএফ এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীর, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিলেট বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সবৃন্দ ।
এর আগে শনিবার বেলা পৌনে ১২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে আইজিপিকে অভ্যর্থনা জানান সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।