নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মেহেদী হাসান হিমেল জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোনীত হওয়ায় কিশোরগঞ্জের নিকলীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা ছাত্রদল আনন্দ মিছিলের আয়োজন করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাধীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল, উপজেলা জিসাসের আহ্বায়ক মিয়া হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহাম্মদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য গরিবে নেওয়াজ প্রমুখ।
উল্লেখ্য, নিকলীর কৃতি সন্তান মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক করে জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার (২৩ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।
জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার দোয়ারহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলীর ছেলে।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে হিমেল বার বার কারাবরণ করেছে। দেশ ও জাতির কল্যাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হিমেল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।