নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ২১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকালে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার দুজন হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমরোট বাজার (বনগাঁও) এলাকার জলফু মিয়ার ছেলে শাহিন মিয়া (২০) ও একই উপজেলার উত্তর বরাইল গ্রামের মামুন ওরফে লাকছুর স্ত্রী নাজমা আক্তার (৩৫)।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি করিমগঞ্জ উপজেলার চামটা ফেরিঘাট সংলগ্ন একটি হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় ২১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ও নগদ ৫ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম–সেবা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।