ঢাকাThursday , 26 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যায় আগুন, সকালে মিললো কঙ্কাল

প্রতিবেদক
-
December 26, 2024 7:09 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আগুন লাগে সন্ধ্যায়। ফায়ার সার্ভিস আগুন নিভিয়েও ফেলে। আগুনে কারো মৃত্যু না হলেও বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে মিলেছে কঙ্কাল।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ছাত্রাবাসে আগুন লাগে। আগুনে ছাত্রাবাসটি পুড়ে যায়।

আগুন লাগার পর প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করলেও বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে একটি কঙ্কাল পাওয়া যায়।

স্থানীয়রা বলছেন বিষয়টি রহস্যজনক। তারা জানান, বুধবার সন্ধ্যায় আগুন নেভানোর সময় হতাহতের কোনো ঘটনা জানা যায়নি। কিন্তু আজ সকালে কঙ্কাল পাওয়ায় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। 

এ ব্যাপারে নিকলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুস্তম আলী জানান, আগুন নেভানোর সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি৷ কারো লাশও পাওয়া যায়নি। সকালে যে কঙ্কালটি পাওয়া গেছে, সেটি আগুনে পোড়া নয়, পোকায় ধরা ছিল। বিভ্রান্তি ছড়ানোর জন্য কেউ অন্য কোনো স্থান থেকে এনে এখানে ফেলে রেখেছে বলে ধারণা করছেন তিনি।

এদিকে দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের  ফেরদৌস মিয়া কঙ্কালটি দেখে তার মায়ের বলে দাবি করেন। তিনি জানান, তার মা গত ৭ দিন যাবত নিখোঁজ। আশপাশের এলাকায় খুঁজলেও থানায় এ ব্যাপারে কোন জিডি করেননি।  

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, কঙ্কালের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মায়ের কঙ্কাল দাবি করা ফেরদৌস ও কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য আগামীকাল শুক্রবার ঢাকায় পাঠানো হবে। কঙ্কালটি বর্তমানে নিকলী থানায় রয়েছে।

আপনার মন্তব্য করুন