ঢাকাThursday , 26 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

প্রতিবেদক
-
December 26, 2024 9:41 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন অর্থ) মো. আশফিকুজ্জামান আক্তার। 

সভাপতির বক্তব্যে তিনি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। সকল বিভাগের উপপুলিশ কমিশনারগণকে তাদের আওতাধীন এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া দায়েরকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করা এবং মামলা নিষ্পত্তি ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণসহ আরো গতিশীল হওয়ার নির্দেশ দেন তিনি। 

সভায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিসি (ইনসার্ভিস-ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া, ডিসি (দক্ষিণ) শাকিলা সুলতানাসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন