নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকালে সদর উপজেলার বৌলাই ছয়না এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার মো. সুলতান মিয়া (৩৮) বৌলাই ছয়না গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও রক্তাক্ত জখম হন। এ ঘটনায় সাজ্জাদ হোসেন বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সুলতান মিয়া এ মামলার একজন আসামি।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, গ্রেফতার আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।