ঢাকাFriday , 27 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হিমেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হওয়ায় নিকলীতে আনন্দ মিছিল

প্রতিবেদক
-
December 27, 2024 10:54 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মেহেদী হাসান হিমেল জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোনীত হওয়ায় কিশোরগঞ্জের নিকলীতে আনন্দ মিছিল হয়েছে।শুক্রবার বিকালে নিকলীবাসী এবং নিকলী জি. সি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হিমেলের বন্ধুমহল, সাবেক বর্তমান শিক্ষার্থীরা আনন্দ মিছিলের আয়োজন করে

মিছিলে ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সদস্য মোক্কামেল আহসান, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রাসেল, উপজেলা জিসাসের আহ্বায়ক মিয়া হোসেন, সাবেক ছাত্রনেতা সুমন মিয়া, ছাত্রনেতা আতিক, এসএসসি-২০০৩, এসএসসি-২০০৪ এসএসসি-২০০৫ ব্যাচের শিক্ষার্থীসহ নিকলীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে এক সমাবেশে বক্তারা বলেন, হিমেল নিকলীর গর্ব। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তার গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। আন্দোলন করতে গিয়ে সে  বার বার কারাবরণ করেছে। 

উল্লেখ্য, মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক করে জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার (২৩ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব  ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য  জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।

আপনার মন্তব্য করুন