নিউজ একুশে ডেস্ক: ময়নসিংহের ফুলপুর থেকে ট্রাকভর্তি গাঁজা ও ধানসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে অভিযানটি চালায় র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার হেলাল উদ্দিন (৪৬) শেরপুর জেলার নকলা উপজেলার মধ্য কায়দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি ফুলপুরের আমুয়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে হেলাল উদ্দিনকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২১০ টি বস্তায় ১৫ হাজার ৭৫০ কেজি ধান, একটি ট্রাক ও নগদ ৫১ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা জানান, এ ঘটনায় ফুলপুর থানায় মামলা দিয়ে আসামি ও আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন