ঢাকাSunday , 29 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী গণমিছিলে হামলায় একজন গ্রেফতার

প্রতিবেদক
-
December 29, 2024 8:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী গণমিছিলে হামলার মামলায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুর পৌনে ২ টার দিকে সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার মো. সমির (৪২) সদর উপজেলার যশোদল মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে বৈষম্যবিরোধী গণমিছিলে দৃষ্কৃতিকারীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও রক্তাক্ত জখম হন।

এ ঘটনায় সাজ্জাদ হোসেন বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, গ্রেফতার মো. সমির উক্ত মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য করুন