নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জের নিকলীতে তারুণ্যের উৎসব ২০২৫-এর প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় নিকলী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কফিল উদ্দিন আহম্মদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জামেল হক আবির, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হুমায়ুন আহমেদ, দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, নিকলী জিসি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, উপজেলা জামায়েতের আমির মো. আবুল হোসেন, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত কর্মসূচি চলবে।
তারুণ্যের উৎসব বিপিএল ২০২৫-এর সহযোগিতায় বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে। এরমধ্যে থাকবে তরুণদের জন্য স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। বিভিন্ন ফ্যান জোনে ঐতিহ্যবাহী খাবারের স্টল থাকবে। এর মাধ্যমে আঞ্চলিক রান্নার পরিচিতি ও স্থানীয় ব্যবসার প্রচার করা হবে, যা দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে এবং তাদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ফ্যান জোনগুলোতে দেশি শিল্পীদের সৃষ্টিশীলতা প্রদর্শনের জন্য শিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে। এটি অনেক শিল্পীকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেবে। স্থানীয় জনগণ এবং স্কুল সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ম্যাচের আগে ও পরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে স্টেডিয়ামগুলোকে পরিষ্কার রাখবে।