ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ‘জুলাই বিপ্লব’ বিষয়ে রচনা প্রতিযোগিতা

প্রতিবেদক
-
ডিসেম্বর ৩১, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরেজুলাই বিপ্লব’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর স্টুডেন্টস ফোরাম এ প্রতিযোগিতার আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস, হোসেনপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ উসমান গনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, হোসেনপুর স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা লুৎফর রহমান আরিফ, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোগলাকান্দি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ।

এতে হোসেনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১৮ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়

আয়োজকরা জানান, রচনা প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ২৪এর জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং জাতির ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পেয়েছে।

তিনটি বিভাগে রচনা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ক বিভাগে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি, খ বিভাগে ৯ম থেকে ১০ম শ্রেণি ও গ বিভাগে ছিল একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

ক বিভাগে প্রথম পুরস্কার লাভ করে আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান রাফসান, খ বিভাগে প্রথম হয় হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইসলাম এবং গ বিভাগে প্রথম পুরস্কার লাভ করে হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জিয়াউল হক রানা।

আপনার মন্তব্য করুন