ঢাকাFriday , 13 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনার মৃগায় ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্ট

প্রতিবেদক
-
August 13, 2021 7:04 pm
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “শেখ হাসিনার উপহার ভ্যাকসিন টিকা জনতার” এ স্লোগানে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে পয়েন্ট উদ্বোধন করেন ইটনা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আলমগীর ফরিদএ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, মুজাহিদ সরকার, শাহিন পাশা প্রমুখ।

ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া বলেন, আমরা জনগণকে সেবাটি দিতে পেরে গর্বিত। বিনামূল্যে রেজিস্ট্রেশন করার জন্য ছাত্রলীগ নেতা আলমগীর ফরিদ তার ব্যক্তিগত দুটি ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ প্রদান করেন। টিকার কার্ড প্রিন্ট করার সকল খরচও তিনি বহন করবেন

ইটনা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আলমগীর ফরিদ জানান, শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মোট ৪০ জন ব্যক্তির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, গ্রামের মানুষ এমনিতেই সহজ সরল। অনলাইনে কাজ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তারা যেন টিকা নিতে বিপাকে না পড়েন, সেজন্য আমাদের মৃগা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা এই উদ্যোগটি গ্রহণ করেছে। তাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এজন্য আমি সর্বাত্মক সহযোগিতা করবো।

আপনার মন্তব্য করুন