নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে নিকলী উপজেলা ছাত্রদল কেক কাটা, বর্ণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে৷
শোভাযাত্রাটি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ, যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ আষাঢ়, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম, ছাত্রনেতা সাকিবুল ইসলাম প্রমুখ। এতে উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
আপনার মন্তব্য করুন