পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল। এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান।
শোভাযাত্রাটি পাকুন্দিয়া পৌরসদর বাজারের পাটমহাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জর্জ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন শান্তা মারিয়াম ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ভাষ্কর হাবিবা আক্তার পপি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দিন মাস্টার, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম সবুজ, সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হক প্রমুখ।
আলোচনা শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।