নিউজ একুশে ডেস্ক: লক্ষ্মীপুর জেলা পুলিশের তিন সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন ডিএসবির ডিআইও-৩ মো. জাফর আহাম্মদ, ডিএসবির ওসি ওয়াচ মো. গোলাম ফারুক ভূঁইয়া ও পুলিশ হাসপাতালের (এমআই সেন্টার) কম্পাউন্ডার শংকর চন্দ্র মজুমদার।
সংবর্ধিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, ডিবির ওসি সাহাদাত হোসেন টিটো, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ প্রমুখ।
আপনার মন্তব্য করুন