ঢাকাThursday , 2 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহ জাকির নিকলীর জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত

প্রতিবেদক
-
January 2, 2025 4:07 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: শাহ মো. জাকির হোসেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, এডভেোকেট জিল্লুর রহামান, আতিকুল ইসলাম তালুকদার হেলিম, ইঞ্জিনিয়ার পরশ মাহমুদ ও তাপস সাহা অপু যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেন।

উল্লেখ্য, শাহ মো. জাকির হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখার সাবেক সহ সভাপতি। দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হলেও ভোট কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয় বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে।  

দলের এই ত্যাগী নেতাকে জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত করায় তৃণমূলের নেতাকর্মীরা সন্তোষ্টি প্রকাশ করেছেন।

সাধারণ সম্পাদক মনোনীত করায় শাহ জাকির হোসেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দলের যে কোনো আন্দোলন সংগ্রামে অতীতের মতোই সামনের কাতারে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

আপনার মন্তব্য করুন