ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে যুগান্তর পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক পদে যুবদল নেতা মো. দেলুয়ার হোসেন সুজন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। ২৯ সদস্যের নব নির্বাচিত কমিটি ঘোষণা করেন সভাপতি আসাদুজ্জামান ফারুক।
কমিটির অন্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ– সভাপতি মো. সজীব আহমেদ, সহ–সভাপতি মো. শফিউল্লাহ তপন, জয় কুমার যাদব, নিজাম মাহমুদ জুয়েল, আবদুল্লাহ আল মাসুম ও তাহমিদ ওয়াসিম পার্থ, যুগ্ম–সম্পাদক পদে আরিফুল ইসলাম মামুন, মো. বেলায়েত হোসেন, মুহাম্মদ মনিরুজ্জামান মুন্না ও ফাহিমা আলম লিফা, কোষাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সুমন খাঁন, সহ–সাংগঠনিক সম্পাদক সোহেল আনোয়ার কবির, দফতর সম্পাদক মো. আলমগীর মিয়া, প্রচার সম্পাদক মো. জিলানী মিয়া এবং নির্বাহী সদস্য পদে রফিউল আলম, গীতালি বদরুন্নেছা, তাহমিনা আক্তার, মো. আরাফাত হোসেন, লতিফা হেলেন, মো. আশরাফুল আজিজ, মো. মোশারফ হোসেন, মো. রায়হান মিয়া, আইনুল শাহ, মো. রিয়াজ আহমেদ, মো. শাহ আলম ও হাফেজ রেফায়েত উল্লা।
সভাপতি পদে আসাদুজ্জামান ফারুক দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ভৈরব উপজেলায় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৭ জন। মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৪০০ জন।