হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির অভিযোগে ফজলুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুড়িমারা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। এ সময় তার কাছ থেকে চারটি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে আটক রাখে পুলিশ।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে, উপজেলার কুড়িমারা গ্রামে ফজলুল হক নামে এক ব্যক্তি গরু চুরি করে তার বাড়িতে লালন পালন করছেন। যাচাই বাছাই করে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে চারটি চোরাই গরুসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত গরু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে ওসি জানান।