পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আমিনুর রহমান ভূঁইয়া এমাদ মিয়ার ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তারাকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
তৌফিকুল ইসলাম ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইমাদ সাব্বি এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ–সভাপতি মো. আমিরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর।
এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এডভোকেট ফয়জুল করিম মুবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আল আশরাফ মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল, পৌর বিএনপির সভাপতি ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, মাহমুদুজ্জামান রিপন, আবদুস ছাত্তার, উপজেলা কৃষকদলের সভাপতি শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, যুবদল নেতা তন্ময় সিদ্দিকী সুজন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ লুটেরার দল, চোরের দল, কম্বল চোর, ভোট চোর, টাকা চোর, ব্যাংক চোর। আওয়ামী লীগ যখন দেশটাকে ধ্বংস করে দেয় ঠিক তখনই বিএনপি এসে এ দেশ মেরামতের দায়িত্ব নেয়। বিগত দিনে বিএনপির শতশত নেতাকর্মীকে গুম, খুন, জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। এরপরও আমরা প্রতিহিংসা দেখাতে চাই না। ৫ আগষ্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে তা করা হয়নি। শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেননি। নির্বাচন নিয়ে এখনও অনেকেই ষড়যন্ত্র করছে। কেউ বলে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর এ জন্যই নির্বাচন পেছাতে হবে। বিএনপি তো জনগণের দল। নির্বাচন ডিসেম্বরে দেন, জানুয়ারিতে দেন আর অক্টোবরেই দেন। যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় চলে আসবে।